Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

ঘটনাপুঞ্জঃ

সারেংডাঙ্গী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ থেকে সাদিয়া আক্তার নামে একটি মহিলা প্রথমে ৩০,০০০/-টাকার লোন নিয়ে, ছাগল, হাঁস,  মুরগী ক্রয় করে লালন,পালন করে আজকে সে অনেকটা সাবলম্ভী হয়েছে। ছেলে, মেয়েদের লেখা, পড়া, অন্ন, বস্ত্র  ও  পারিবারের ভরন পোষন সব কিছু্ই তাঁর আয় থেকে মেটানো হয়। এতে তাঁর সামাজিক ষ্টাডাজ আগের চাইতে অনেকটা পরিবর্তন হয়েছে।