Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ডঃ

মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়ন প্রকল্পঃ

০১।  আশ্রয়ণ প্রকল্প-২ প্রকল্পের কার্যক্রমে ভূমিহীনদের মাঝে ঘূর্ণায়ণভাবে ঋণ বিতরণ কাজ চলমান রয়েছে। প্রকল্পের মূল বরাদ্দ ৩,০০,০০০/- (তিন  লক্ষ  টাকা) মাত্র। আশ্রয়ণ প্রকল্প-২ সদরপুর, ফরিদপুর চলমান আছে।

০৩। ভূমিহীনদের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ চলমান রয়েছে।

০৪। কর্মসংস্থানের সৃষ্টি কার্যক্রম অব্যাহত আছে।

০৫। নিবন্ধনঃ

ক) উদ্ধুদ্ধ করণ সভা আয়োজন।

খ) উৎপাদনমুখী সমবায় সমিতি গঠন।

০৬। টেকসই সমবায় গঠনের কার্যক্রমঃ

ক) তদারকি ও মানোন্নয়ন।

খ) সমবায় সুশাসন প্রতিষ্ঠা।

গ) রাজস্ব আদায় বৃদ্ধিকরণ।

০৭। সমবায় সংগঠনের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনঃ

ক) স্থানীয় চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ।

খ) সমবায় ইন্সষ্টিটিউটে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থী প্রেরণ।

গ) প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।

ঘ) আত্নকর্মসংস্থান ও সরাসরি কর্মসংস্থান সৃজন।

৮। সাম্প্রতিক কর্মকান্ড চলতি বছরঃ

ক) ২০২৩-২৪ খ্রিঃ হিসাব বর্ষের উপর  অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল আদায়ের তদারকী অব্যাহত আছে।

খ) ২০২৩-২৪ খ্রিঃ বর্ষের নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গ) ২০২৩-২৪ খ্রিঃ নিরীক্ষা বর্ষে নিরীক্ষা সমাপ্ত সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান, নিরীক্ষা প্রতিবেদনের উপর  সংশোধনী প্রতিবেদন দাখিল প্রক্রিয়াধীন আছে।