Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার, সদরপুর


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা  সমবায় কার্যালয়

 সদরপুর, ফরিদপুর।

সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)

১। ভিশন ও মিশন:

ক. রুপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন।

খ. অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোগক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবাখাতে টেকসই সমবায় গড়ে তোলা।

২। নাগরিক সোব:-


ক্র: নং

সেবার নাম

সেবা প্রাদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজ পত্র

প্রয়োজনীয় কাগজ পত্র/আবেদন ফরম প্রাপ্তির স্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

উর্দ্ধতন কর্মকর্তার পদবী অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

১।

প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন



৬০দিন

(ক) আবেদন পত্র।

(খ) নিবন্ধন ফি এর ট্রেজারী চালানের মূল কপি।

(গ) সকল কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে।

(ঘ) সমিতির সংগঠকের নাম ও ঠিকানা।

(ঙ) উপ-আইনে স্বাক্ষরকারীদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

(চ) সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সকল সদস্যদের।

(ছ) সমবায় সমিতি আইন, বিধিমালা, উপ-আইন ও বিভিন্ন সময়ে জারিকৃত সরকারি নিদের্শনা পালনের অঙ্গিকারনামা।

(জ) সাংগঠনিক সভার আবেদন। (শুরু থেকে)

(ঝ) আগামী দুই বছরের বাজেট।

(ঞ) সমবায় সমিতির নিজস্ব নিবন্ধন নীতিমালা/২০১৩ অনুসরণ।

(ট) প্রস্তবিত ‍উপ-আইন তিন প্রস্ত।

(ঠ) সাংগঠকিন সভার কার্যবিবরণী।

(ড) জমা-খরচ, শেয়ার, সঞ্চয় খাতের তালিকা।

(ঢ) সমিতির নামে নিবন্ধনের পর ব্যাংক হিসাব খোলার অঙ্গিকারনাম।

(ণ) সমবায় সমিতির অফিস ভারার চুক্তিপত্র।


উপজেলা/

জেলা সমবায় কার্যালয়/ওয়েভসাইট

নিবন্ধন ফি ৩০০/-ভ্যাট নিবন্ধন ফির ১৫%টাকা।

প্রকল্প ভুক্ত সমিতির ক্ষেত্রে নিবন্ধন ফি ৫০/- ও ভ্যাট  ১৫% র্ট্রেজারী চালানের মাধ্যম জমা দিতে হয়।কোড  নং- নিবন্ধন ফি ১৩৮৩১০০০০১৮৩৬

ভ্যাট : ১১৩৩০০৫০৩১১

উপজেলা সমবায় অফিসার

সদরপুর, ফরিদপুর

ফোন-০১৭২০৮২১৩৪৭

ই-মেইল

ucosadarpur@gmail.com

জেলা সমবায় অফিসার

ফরিদপুর।

ফোন-০২৪৭৮৬৪৭২৫৭

ই-মেইল

dco_faridpur@yahoo.com

২।

উপ-আইন সংশোধন।

৬০ দিন

(ক) আবেদন পত্র

(খ) সমিতির বার্ষিক সাধারন সভার কপি

(গ) উপ- আইন সংশোধনী ফরম (পূরণকৃত)

উপজেলা/জেলা সমবায় কার্যালয়।

-

-

-

৩।

সমবায় সমিতির বার্ষিক হিসাব নিরীক্ষা।

অডিট নোটিশ সাপেক্ষে।

সমিতির যাবতীয় রেকর্ড পত্র হালনাগাদ।

-

সমবায় সমিতি নিরীক্ষার জন্য বিধিমোতাবেক ফি প্রদান।

উপজেলা সমবায় অফিসার

/পরিদর্শক/সহকারী পরিদর্শক অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

জেলা সমবায় অফিসার


৪।

ব্যবস্থাপনা কমিটির নির্বাচন।

০২/০৩ দিন বছর।

(ক) নিবন্ধক কর্তৃক অনুমোদিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ দুই বছর।

(খ) নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ তিন বছর।

সংশ্লিষ্ট সমিতির কার্যালয়।

বিনামূল্যে।

-

-

৫।

অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির

১২০ দিন।

সমবায় সমিতির নির্বাচন রেজিস্টার সমিতি কর্তৃপক্ষের আদেশের প্রেক্ষিতে।

সংশ্লিষ্ট সমিতরি কার্যালয়/উপজেলা সমবায় কার্যালয়, সদরপুর।

-

-

-

৬।

অডিট ফি

৩০ জুনের মধ্য।

সমিতির নিরীক্ষা প্রতিবেদন।

উপজেলা সমবায় কার্যালয়

নীট লাভের ভিত্তিতে (সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী)

-

-

৭।

সমবায় উন্নয়ন তহবিল

৩০ জুনের মধ্য।

সমিতির নিরীক্ষা প্রতিবেদন।

উপজেলা সমবায় কার্যালয়,

নীট লাভের ভিত্তিতে ৩% নির্ধারণ।

-

-

৮।

গণশুনানী

সপ্তাহের যে কোনো ০১ কর্ম দিবস।

সপক্ষে আবেদন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়

বিনামূল্যে

উপজেলা সমবায় অফিসার


-

৯।

তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য প্রদান।

আবেদন প্রাপ্তির তারিখ হতে ২০ কার্য দিবসের মধ্য প্রদান। অপরাগত হলে ১০ কার্য দিবসের মধ্যে

-

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়

A4 সাইজের কাগজের প্রতি পৃষ্টার জন্য দুই টাকা হারে প্রদান করতে হবে।

উপজেলা সমবায় অফিসার


-

১০।

সমবায় সমিতির পরিদর্শন

নিয়োগকরী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সময়।


সমিতির সকল খাতা পত্র ও রেকর্ড পত্র।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়

বিনামূল্যে

উপজেলা সমবায় অফিসার


-

১১।

সমবায় সমিতি তদন্ত।

অভিযোগ ও সমিতির কার্যক্রমের উপর ভিত্তিকরে আদেশে প্রদত্ত  সময়ের মধ্যে।




অভিযোগের সাথে সম্পর্কিত সমস্ত কাগজ ও রেকর্ড পত্র।

সংশ্লিষ্ট সমিতির কার্যালয়

বিনামূল্যে

-

-

১২।

সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ।

দিনব্যাপী

নিবন্ধকের অনুমোদনক্রমে

চাহিত তথ্য মতে

উপজেলা সমবায় কার্যালয়

বিনামূল্যে

-

-

১৩।

সমবায় সমিতি অবসায়ন।


০১ থেকে সর্ব্বোচ ০৬ বাছর

সমিতির যাবতীয় খাতা পত্র ও রেকর্ড পত্র।


সংশ্লিষ্ট সমিতির কার্যালয়

নিয়োগকারী কতৃপক্ষ কতৃক নির্ধারনকৃত।

-

-

১৪।

সমবায় সমিতি বার্ষিক সাধারন সভার আইন গত সহায়তা।

সমিতি বার্ষিক নিরীক্ষা সম্পাদনের পর ৬০ দিনের মধ্যে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।


আবেদন ও আবেদন সাপেক্ষে রেকর্ডপত্র।

সংশ্লিষ্ট সমিতির কার্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়

-

-

-

১৫।

সমবায় সমিতি বিরোধ নিস্পত্তি।

সর্বোচ্চ ৬০ দিন

বিরোধ সংক্রান্ত যাবতীয় রেকর্ড পত্রসহ আবেদন দাখিল জেলা সমবায় অফিসার বরাবর।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়

১০০/-টাকার কোট ফি।

-

-


                                                              

                                                                                                                           (খোকন চন্দ্র রায়)

                                                                                                                              উপজেলা সমবায় অফিসার

                                                                                                                            সদরপুর, ফরিদপুর।

                                                                                                                              ফোন: ০১৭২০৮২১৩৪৭

                                                                                                                              ucosadarpur@gmail.com